ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ব্যাংক বন্ধ ৩ দিন

প্রকাশিত: ১৮:২৮, ৪ আগস্ট ২০২৪

ব্যাংক বন্ধ ৩ দিন

সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার (৭ আগস্ট) পর্যন্ত তিন দিনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ অবস্থায় উল্লেখিত তিন দিন দেশের সব ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের নির্বাহী আদেশে সারা দেশে তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

রাজু

×