ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

নালিতাবাড়ীতে ৩০টি বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি তছনছ

সংবাদদাতা, নালিতাবাড়ী, শেরপুর 

প্রকাশিত: ১৯:১৯, ৩ আগস্ট ২০২৪

নালিতাবাড়ীতে ৩০টি বন্যহাতির তাণ্ডবে ঘরবাড়ি তছনছ

ঘরবাড়ি তছনছ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী পাহাড়ি কালাকুমা ও তাড়ানি গ্রামে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে ঘরবাড়ি ও ঘরে থাকা আসবাবপত্র তছনছ করেছে। শুক্রবার (২ আগস্ট) রাতব্যাপী ওই এলাকায় বন্যহাতি তান্ডব চালায়।

সূত্র জানায়, শুক্রবার রাতে ২৫/৩০টি বন্যহাতির তাণ্ডবে তারানি গ্রামের গারো আদিবাসী ব্রজমালা সাংমার একটি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ওই ঘরের গোলায় থাকা ৩০/৪০ মন খেয়ে সাবার করেছে। একই দিন কালাকুমা গ্রামের নামজুল হোসেনের বাড়িতেও তান্ডব চালায়। এসময় ঘরে থাকা চার মণ চাল, ৫/৬ ধান ও বৈদ্যুতিক মিটারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। এছাড়াও নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ হোসেনের ফল বাগানের বিদেশি জাতের ১৫/২০ টি নারকেল ও আমগাছ খেয়ে এবং ভেঙে গুড়িয়ে দিয়েছে। 

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের মাধ্যমে ক্ষতিপুরন দেওয়ার ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোশারফ বলেন, ‘বন্যহাতির অত্যাচার বন্ধে উপজেলা পরিষদের পক্ষ থেকে ভুক্তভোগীদের মাঝে মশাল জ্বালানোর জন্য ডিজেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে। তাছাড়া হাতি মানুষের দ্বন্দ্ব নিরসন ও এর স্থায়ী সমাধান করতে হলে রাষ্ট্রীয়ভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া হাতি সংকট সমাধান করা সম্ভব নয়।’

 

এম হাসান

×