চালকের ছুরিকাঘাতে আহত হয়েছেন নিজাম
ভাড়া নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে চালকের ছুরিকাঘাতে আহত হয়েছেন নিজাম উদ্দিন (৩৬) নামে এক যাত্রী।
রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে আহত নিজামের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন ওই ইউনিয়নের জয়পুর গ্রামের কাতু মিয়ার ছেলে।
পারিবিারিক সূত্রে জানা যায়, ভাড়া নিয়ে অটোরিকশা চালকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। হঠাৎ সে পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নিজামকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, অটোরিকশা চালকের পরিচয় এখনো জানা যায়নি। তার হাতে কাচি ছিল, সেটি দিয়ে পেটে আঘাত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবি