ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রৌমারী ঘাটে মাটিধস

চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ ॥ চরম ভোগান্তি 

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

প্রকাশিত: ২২:২২, ১৬ অক্টোবর ২০২৩

চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ ॥ চরম ভোগান্তি 

রৌমারী ঘাটে পন্টুনের মাটি ধসে যাওয়ায় ফেরি বন্ধ। ডানে- পারাপারের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি

চিলমারী নৌবন্দরে ফেরি চালু হলেও এক মাস না যেতেই ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। কুড়িগ্রামের সঙ্গে সারাদেশে নৌপথে যোগাযোগ বৃদ্ধি এবং চিলমারী নৌবন্দরের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরেয়ে আনতে গত ২০ সেপ্টেম্বর ফেরি চালু ও বন্দরের উন্নয়নের কাজের উদ্বোধন করা হয়। কিন্তু মাত্র ২৫ দিনের মাথায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে চিলমারী-রৌমারী নৌপথে পারাপারের অপেক্ষায় অধর্শতাধিক পণ্যবাহী পরিবহন ভোগান্তিতে পড়েছে শ্রমিক ও চালকরা। রৌমারী ঘাট থাকা পন্টুনের র‌্যামের নিচে মাটি ভেঙে যাওয়ায় সাময়িকভাব ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
রবিবার বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনা ঘাট এলাকায় গিয়ে ৪০টি পণ্যবাহী পরিবহনকে সারিবদ্ধ হয় দাঁড়িয় থাকতে দেখা যায়।
বিআইডব্লিউটিসি ম্যানেজার বাণিজ্য প্রফুল্ল চহান বলেন, রৌমারী ঘাটের মাটি ভেঙে যাওয়ায় আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাট মেরামতের কাজ চলছে। কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। 
বিআইডব্লিউটিএর সিরাজগঞ্জ ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, রৌমারী ঘাটে পন্টুনের র‌্যামের নিচে মাটি সরে যাওয়ায়  সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে মাটি ভরাটের কাজ চলমান রয়েছে। দ্রুত কাজ শেষ হলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

×