
ঘূর্ণিঝড়ে আশ্রয়ণের ঘরসহ তিনটি উপজেলার শতাধিক ঘরের টিন উড়ে গেছে
জেলার বিরামপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে আশ্রয়ণের ঘরসহ তিনটি উপজেলার প্রায় শতাধিক ঘরের টিন উড়ে গেছে। এতে দুর্বিষহ জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার, টিন এবং নগদ অর্থ সহায়তার কথা বলা হয়েছে। এ ছাড়াও স্থানীয় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যে ঘূর্ণিঝড় হলে ক্ষতিগ্রস্ত হয় বিরামপুর দিওড় এলাকার বাঁশবাড়িয়া আশ্রয়ণসহ ২৮টি ঘর, নবাবগঞ্জের বিনোদনগর ও গোলাপগঞ্জ এলাকার শতাধিক এবং হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।