
বাঁধ
বাগেরহাটের ফকিরহাটের লখপুর ইউনিয়নের ছোট-খাজুরা জাহাজঘাটা এলাকার পানি উন্নয়ন র্বোডের ভেড়ীবাঁধ ভেঙ্গে জাবুসা, ইলাইপুর, আন্দাবাজ ও খাজুরা বিলের কয়েক হাজার বিঘায় রোপনকৃত ধান ও এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গুপিয়া নদীর অতি জোয়ারের পানি চাপে ভেড়ী বাঁধের প্রায় ৩০ফুট জায়গা ভেঙ্গে এ পথে যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে।
এদিকে, তেমাথা ভায়া লখপুর কাহারডাঙ্গার অপর ভেড়ীবাঁধটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। জোয়ারের পানির চাপে এই বাঁধটিও যে কোন সময় ভেঙ্গে ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিদ্রুত বাঁধ দুটি পুণ:সংস্কারের দাবী করেছেন এলাকাবাসী।
জানা গেছে, বাগেরহাট পানি উন্নয়ন র্বোড এক যুগ আগে ছোট্ট খাজুরা তেমাথা মোড় হতে ১০ গেটের উপর দিয়ে লখপুরের কাহারডাঙ্গা যুগীখালী নদীর পাড়ে ভেড়ীবাধ নির্মাণ করেন। একই সময়ে তেমাথা মোড় হতে জাবুসা বাজার পর্যন্ত আরো একটি ভেড়ীবাঁধ নির্মাণ করা হয়। এই ভেড়ীবাঁধ দুইটি নির্মানের ফলে স্থানীয় জনগন ব্যাপক উপকুত হন। কিন্তু দীর্ঘ সংস্কারের অভাবে গত শনিবার রাতে হাঠাৎ করে তেমাথা মোড় হতে জাবুসা বাজার পর্যন্ত ভেড়ীবাঁধের একটি বৃহৎ অংশ ভেঙ্গে গিয়ে সমগ্র এলাকা পানিতে তলিয়ে যায়। ভেড়ীবাঁধটি ভেঙ্গে যাওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি শেখ আহম্মদ আলীর নেতৃত্বে দুই শতাধিক জনগন সেখানে স্বেচ্ছায় ৩শতাধিক বালুর বস্তা ফেলে বাঁধটি মেরামত করেন। কিন্তু সোমবার রাতে আবার জোয়ারের পানির চাপে তাও ভেঙ্গে যায়।
স্থানীয় আছাবুর শেখ, আলমগীর হোসেন,মোশারেফ হোসেন, সুরোত আলী, মিজান শেখ ও শওকত আলী সহ একাধিক ব্যক্তিরা বলেন, ভেড়ীবাঁধ ভেঙ্গে যাওয়ার কারনে জোয়ারের পানিতে বসতবাড়ির আঙ্গিনা ও ফসলী জমির ধানের চারা পানিতে তলিয়ে যাচ্ছে। ফলে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানির চাপে টেকসই ভেড়ীবাঁধ না দিলে তারা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শেখ আহম্মদ আলী বলেন, গত কয়েক দিনের জোয়ারের পানির চাপে ভেড়িবাঁধটি ভেঙ্গে গিয়েছে এবং অপর বাঁধটি চরম ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন মুর্হুত্বে অপর বাঁধটি ভেঙ্গে যাওয়ার আশাংকা রয়েছে। লখপুর ইউপি চেয়ারম্যান এম,ডি, সেলিম রেজা বলেন, আমি বিষয়টি একাধিকবার পানি উন্নয়ন র্বোডের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি। তার পরেও তাঁরা কোন দ্রুত পদক্ষেপ গ্রহন করছেন না।’ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ভাঙ্গনকৃত স্থান পরিদর্শন করেছেন।
এস