ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তিন সদস্যের তদন্ত কমিটি 

কুমিল্লায় বঙ্গবন্ধুর ছবি ছুড়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ০০:৩১, ২ জুন ২০২৩

কুমিল্লায় বঙ্গবন্ধুর ছবি ছুড়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল

সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ছুড়ে ফেলে দেওয়া বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি

কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষ থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছুড়ে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার নগরজুড়ে তোলপাড় সৃষ্টি হলে সিভিল সার্জনের কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গাড়ির চালক ওবায়দুল বলেন, নাইট গার্ড মনির এ ঘটনা করে পালিয়েছে। এ বিষয়ে দুপুরে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, এ ঘটনার সঙ্গে গাড়ির চালকের সম্পৃক্ততা নেই। আমাদের নিকট সিসিটিভি ক্যামেরার ফুটেজ রয়েছে। এ ধরনের অপরাধ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। ঘটনার তদন্তে ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন ডা. কেয়া রানী, ডা. আবদুল কাইয়ুম। কমিটিকে এক কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

×