ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপে উপকূলে বৃষ্টি

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৫:৫২, ২৩ মার্চ ২০২৩

বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপে উপকূলে বৃষ্টি

উপকূলে বৃষ্টি

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমি লঘুচাপের প্রভাবে উপকূলীয় বাগেরহাটে বৃষ্টিপাত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরের পর গাঢ় মেঘে আকাশ ছেয়ে যায়। শুরু হয় বজ্রবৃষ্টি। হালকা বাতাসের সাথে ঠান্ডা অনুভূত হচ্ছে। বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে।

সকাল থেকে আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এসময় বজ্রের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এই বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি মিলেছে উপকূলীয় মানুষের মাঝে। গত দুই-তিনদিন থেকেই দুপুরে এমন হঠাৎ বৃষ্টিপাত হচ্ছে।

মোংলা আবহাওয়া অফিসে ইনচার্জ মো: হারুন অর রশিদ জনকণ্ঠকে বলেন, আগামী তিনদিন বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোনো সম্ভাবনা নেই। কয়েকদিন ধরে কখনো বৃষ্টি, আবার কখনো আকাশ মেঘাচ্ছন্ন থাকায় এ এলাকায় তাপমাত্রা বাড়বে। তার ভাষায়, গ্রীষ্ম শুরুর এ সময়ে আবহাওয়া ওঠানামা করতে পারে, এটা স্বাভাবিক।

টিএস

×