ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালিবাগে বাস-ট্রেন  সংঘর্ষ ॥ দুই ঘণ্টা  পর যান চলাচল স্বাভাবিক 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১:৫৮, ২৩ মার্চ ২০২৩

মালিবাগে বাস-ট্রেন  সংঘর্ষ ॥ দুই ঘণ্টা  পর যান চলাচল স্বাভাবিক 

ঢাকার মালিবাগে বুধবার রাতে বাস-ট্রেন সংঘর্ষে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত

রাজধানীর মালিবাগে একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে মালিবাগ রেলগেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার আগ মুহূর্তে যাত্রীরা বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রথমে ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুই ঘণ্টা পর তা স্বাভাবিক হয়। 
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশীদ জানান, সোহাগ পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি বেনাপোল থেকে ঢাকায় ফিরছিল। আকস্মিকভাবে সামনে পড়ে যাওয়ায় ট্রেন এটিকে ধাক্কা দিয়ে অনেক দূর নিয়ে যায়। দ্রুতযান এক্সপ্রেস নামের ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ফিরছিল। 
ট্রেন-বাসের এই সংঘর্ষে রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১১টার পর ঢাকা রেলওয়ে থানার এসআই মুখলেসুর রহমান ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেন। এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, দ্রুত পদক্ষেপ নিয়ে আমরা বাসটিকে সরিয়ে নিতে সক্ষম হই। 
উল্লেখ্য এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে  রেলওয়ে কর্তৃপক্ষ।

×