
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নবী মিয়া (৫৫) নামে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু।
তিনি জানান, রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার একটি পোশাক কারখানার দুই নারী শ্রমিককে ওমানে উচ্চ বেতনে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখায় পাচারকারী চক্রের স্থানীয় দালালরা। একপর্যায়ে ওই দুই তরুণী বিদেশে যেতে রাজি হলে দালাল চক্র গত ১ জানুয়ারি তাদের রূপগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে। এরপর ৩ জানুয়ারি তাদের যশোর নিয়ে যায়। ওই রাতেই তাদের ঝিনাইদহ জেলার গোপালপুর সীমান্ত পার করে ভারতে নিয়ে ছয় লাখ টাকার বিনিময়ে সেখানকার পতিতালয়ের দালালের কাছে বিক্রি করে দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে পাচার হওয়া দুই তরুণী কৌশলে তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানায়।
আমীর খসরু জানান, তাদের পরিবারের পক্ষ থেকে গত ২৫ জানুয়ারি রূপগঞ্জ থানায় মামলা করা হয়। গত ১৩ মার্চ পুলিশ নবী মিয়া নামে এজাহারভুক্ত আসামি ও নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করলে তিনি দুই তরুণীকে ভারতে পাচারের কথা স্বীকার করেন।
এ দিকে, দুই তরুণী সুযোগ বুঝে ভারত থেকে পালিয়ে সীমান্ত এলাকায় এসে এক বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারকে জানালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গতকাল শনিবার রাতে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
এমএইচ