ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯

নারায়ণগঞ্জে পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার, দুই তরুণী উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ১৯ মার্চ ২০২৩

নারায়ণগঞ্জে পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার, দুই তরুণী উদ্ধার

নারায়ণগঞ্জ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নবী মিয়া (৫৫) নামে এক মানবপাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ভারতে পাচার হওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে। 
রবিবার (১৯ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু।

তিনি জানান, রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকার একটি পোশাক কারখানার দুই নারী শ্রমিককে ওমানে উচ্চ বেতনে বিউটি পার্লারে চাকরির প্রলোভন দেখায় পাচারকারী চক্রের স্থানীয় দালালরা। একপর্যায়ে ওই দুই তরুণী বিদেশে যেতে রাজি হলে দালাল চক্র গত ১ জানুয়ারি তাদের রূপগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে। এরপর ৩ জানুয়ারি তাদের যশোর নিয়ে যায়। ওই রাতেই তাদের ঝিনাইদহ জেলার গোপালপুর সীমান্ত পার করে ভারতে নিয়ে ছয় লাখ টাকার বিনিময়ে সেখানকার পতিতালয়ের দালালের কাছে বিক্রি করে দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে পাচার হওয়া দুই তরুণী কৌশলে তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি জানায়। 

আমীর খসরু জানান, তাদের পরিবারের পক্ষ থেকে গত ২৫ জানুয়ারি রূপগঞ্জ থানায় মামলা করা হয়। গত ১৩ মার্চ পুলিশ নবী মিয়া নামে এজাহারভুক্ত আসামি ও নারী পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করলে তিনি দুই তরুণীকে ভারতে পাচারের কথা স্বীকার করেন। 

এ দিকে, দুই তরুণী সুযোগ বুঝে ভারত থেকে পালিয়ে সীমান্ত এলাকায় এসে এক বাড়িতে আশ্রয় নিয়ে পরিবারকে জানালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ গতকাল শনিবার রাতে তাদের উদ্ধার করে নিয়ে আসে। পরে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়। 

এমএইচ

শীর্ষ সংবাদ:

আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচ
জেসমিনের মৃত্যু, মেজরসহ র‍্যাবের ১১ সদস্য ক্লোজড
গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সংযোগ বিচ্ছিন্ন
বৈধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে কমবে না বিদ্যুতের দাম
ঈদে ফেরিতে ছয় দিন ট্রাক পারাপার বন্ধ
দেশে এখন কেউ না খেয়ে দিন কাটায় না: ওবায়দুল কাদের
স্বল্প আয়ের মানুষদের কাছে কম দামে মাছ মাংস বিক্রি
রমজান ও ঈদে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কর্মকর্তাদের নির্দেশ আইজিপির
সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী
৫ এপ্রিল থেকে মেট্রোরেলের নতুন সময়সূচি
বৈকালিক চেম্বারের কার্যক্রম উদ্বোধন, হাসপাতালের তালিকা প্রকাশ
ভিকারুননিসার ২ শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জাহাঙ্গীরের মেয়র পদে ফেরার রায় পেছাল আদালত
সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা