ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মেহেরপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর 

প্রকাশিত: ১৮:০৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

মেহেরপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে হেরোইন সহ সাহারুল ইসলাম ওরফে মাইকেল (৩০) ও মোঃ রনি (৩২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার মধ্যরাতে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাহারুল ইসলাম ওরফে মাইকেল ও মোঃ রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাহারুল ইসলাম ওরফে মাইকেল মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার কুবাদ শেখের ছেলে ও মোঃ রনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই খসরু আল মামুন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার মধ্যরাতে মেহেরপুর-বুড়িপোতা সড়কের কানাপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাহারুল ইসলাম ওরফে মাইকেল ও মোঃ রনিকে গ্রেফতার করে। 

এ সময় তাদেরকে তল্লাশি চালিয়ে ৯৯ পুরিয়া হেরোইন উদ্ধার করে। যার ওজন ১৩ গ্রাম। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×