
বুধবার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী লীগের সরকারের আমলে ডিজিটালি ব্যাংক ডাকাতি হচ্ছে। সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। বুধবার বিকালে নাসিমন ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথাগুলো বলেন। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমীর খসরু বলেন, আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন দল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এখন বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে না।
সমাবেশে বিএনপির মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।