ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শিক্ষকের ইয়াবা সেবন

স্টাফ রিপোর্টার,নীলফামারী

প্রকাশিত: ২২:০৪, ১ নভেম্বর ২০২২

শিক্ষকের ইয়াবা সেবন

ইয়াবা সেবন 

মাথায় টুপি-মুখে দাড়ি। পরনে পাঞ্জাবী। পাঁচ ওয়াক্ত নিয়মিত নামাজও পড়েন। একেবারে হুজুর প্রকৃতি। নাম তার গোলাম মর্তুজা দুলু। পেশায় শিক্ষক। তিনি নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত।

এমন এক শিক্ষক মাদক সেবন করেন এমন অভিযোগ বিশ্বাস করাও কঠিন ছিল। কিন্তু না। তিনি সত্যিই মাদকে আসক্ত। সেবন করে ইয়াবা। তার ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ওই ভিডিওতে ওই শিক্ষককে অন্য আরেকজনের সাহায্যে লাইটার ও কাগজের সাহায্যে ইয়াবা সেবন করতে দেখা গেছে। শিক্ষকের ইয়াবা সেবনের বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

মঙ্গলবার (১ নভেম্বর)  সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক গোলাম মর্তুজা দুলু প্রথমে কথা বলতে রাজি হননি। পরে নিজেই ইয়াবা সেবনের বিষয়টি স্বীকার করে এ নিয়ে সংবাদ প্রচার না করার অনুরোধ জানান।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন, বিষয়টিতো আমরা জানি না। যদি সত্যি হয় তাহলে আমরা বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেবো। 


 
 

এমএস

সম্পর্কিত বিষয়:

×