
জন্মদিনের কেক কাটেন নেতা-কর্মীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ১মিনিটে ভার্জিনিয়ার কমফোর্ট ইন হোটেলে কেক কেটে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডা. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে যুক্তরাষ্টের বিভিন্ন রাজ্য থেকে শতাধিক নেতা-কর্মী যোগ দেন। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভিন, সোলাইমান আলী ও শাহানারা রহমানসহ নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন, ভার্জিনিয়া, টেক্সাসসহ বিভিন্ন রাজ্যের নেতা-কর্মীরা অংশ নেন।
এসআর