ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলায় জোড়ালাগা শিশুর জন্ম

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ০১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২২; আপডেট: ১৪:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২২

ভোলায় জোড়ালাগা শিশুর জন্ম

.

 কোমরের অংশ জোড়া লাগানো যমজ দুই কন্যাশিশুর জন্ম হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে শহরের একটি বেসরকারী ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে মণি মুক্তা (২২) নামের এক নারী দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মণি মুক্তা ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী সাইফুল ইসলাম একটি বেসরকারী কোম্পানির সেলসম্যান। মুক্তার স্বামী সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে দ্রুত তাকে শহরের বন্ধন হেলথ কেয়ার এ্যা- ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করানো হয়। দুপুর ১টার দিকে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ জান্নাত-ই আলমের অস্ত্রোপচারের মাধ্যমে মণি মুক্তা জোড়া লাগানো যমজ দুই শিশুর জন্ম দেন। শিশু দুটির কোমরের অংশে জোড়া লাগানো। বন্ধন হেলথ কেয়ারের পরিচালক সাদ্দাম জানান, জোড়া লাগানো নবজাতক শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য ডাক্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দিয়েছেন।

 

 

×