
ষোলকুড়ি খালের ওপর নির্মিত সেতুটি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষোলকুড়ি খালের ওপর নির্মিত সেতুটি দুই বছর আগে দেবে গেলেও সংস্কার বা নতুন সেতু নির্মাণের তৎপরতা নেই কর্তৃপক্ষের। উপজেলার জাটিয়া ও মাইজবাগ ইউনিয়নের সংযোগ সড়কে নির্মিত ব্রিজটি ভেঙ্গে দেবে যাওয়ায় ভোগান্তির শেষ নেই পথচারী, স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের। এলাকাবাসী মিলে মাটি ও কলাগাছ দিয়ে কিছুটা ভরাট করলেও সংস্কার বা নির্মাণের কোন উদ্যোগ নেই।
জানা যায়, বছর তিনেক আগে পানি উন্নয়ন বোর্ড নাব্য ফিরিয়ে আনতে খনন করা হয় কুমুরিয়ার বিল থেকে শুরু হয়ে বাঘঝুড়ি খালে পতিত হওয়া ষোলকুড়ি খালটি। খননের কিছুদিন পরেই একপাশে ধসে দেবে যায় খালের ওপর নির্মিত সেতু। অপরিকল্পিত খননের ফলে সেতুটি ধসে পড়েছে বলে অভিমত স্থানীয়দের। জাটিয়া উচ্চ বিদ্যালয়, জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউলেরচর দাখিল মাদ্রাসা, পিতাম্বরপাড়া ফাজিল মাদ্রাসাসহ ৮/১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ দুই ইউনিয়নের ১০/১২ গ্রামের বহু মানুষ নিয়মিত পারাপার হয় সেতু দিয়ে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামছুল হক ঝন্টু জানান, বিষয়টি আমি উপজেলা পরিষদের মাসিক সভায় এমপি, উপজেলা চেয়ারম্যান ও এলজিইডি ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে উত্থাপন করেছি।
এলজিইডি থেকে সেতুটি নির্মাণের প্রস্তাবনা আছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক খাল খননের সময় ব্রিজের বেজড থেকে আরও গভীরে খনন করায় দেবে যায় ব্রিজটি। আমাদের মেইন্টেন্যান্স ক্রাইটেরিয়াতে না পড়ায় এ মুহূর্তে ব্রিজ নির্মাণ করতে পারছি না। নতুন একটি প্রজেক্টের প্রস্তাব করা আছে। অনুমোদন হলেই নতুন ব্রিজ নির্মাণ করা হবে।