ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

প্রকাশিত: ০২:০০, ১১ আগস্ট ২০২২

খানাখন্দে ভরা সড়কে দুর্ভোগ

চরপাড়া মোড়ের

ময়মনসিংহ নগরীর বেশিরভাগ সড়ক খানাখন্দে ভরাএক বর্ষাতেই সড়কের সিলকোট ও কার্পেটিং উঠে এসব খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসীসময় মতো এসব খানাখন্দ মেরামত না করায় এই ভোগান্তি স্থায়ী রূপ পেয়েছেবৃষ্টির পানি জমে এসব খানাখন্দ মরণফাঁদে পরিণত হয়েছেকাদাজলের এমন খানাখন্দে ব্যাটারিচালিত রিক্সা উল্টে প্রায়ই ঘটছে নানা দুর্ঘটনানগরীর কার্পেটিং করা সড়ক বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, টেকসই সড়ক উন্নয়ন ও নগরবাসীর চাহিদার কথা ভেবে কার্পেটিংয়ের বদলে এখন থেকে আরসিসি ঢালাই সড়ক নির্মাণ করা হচ্ছেইতোমধ্যে ব্রাহ্মপল্লী রোড, বাউ-ারি রোড, বড় বাজার, গুলকিবাড়িসহ নগরীর ১২ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ সম্পন্ন করা হয়েছেনগরীর প্রধান প্রধান সড়ক আরসিসি ঢালাই করা হবে

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেন চুরি চোর গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বর্ণের চেন চুরির ঘটনা ঘটেছেএ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরাপত্তা নিয়ে এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেচেন চুরির ঘটনায় সুমন (২৭) নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশজানা গেছে, নাটোরের সিংড়া উপজেলার ভোগাবসন্তপুর গ্রামের উত্তম কুমার দাসের স্ত্রী আশা রানী দাস (২২) চিকিসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন

×