ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সিলেটে করোনা ভাইরাসে নার্সিং কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১২:০১, ৩০ মে ২০২০

সিলেটে করোনা ভাইরাসে নার্সিং কর্মকর্তার মৃত্যু

অনলাইন রিপোর্টার ॥ প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের এক নার্সিং কর্মকর্তা(ব্রাদার) মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান। সুশান্ত বলেন, এক সপ্তাহ আগে ওই নার্সিং কর্মকর্তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত ৫ দিন ধরে তিনি শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি ছিলেন। শুক্রবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
×