ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জের উন্নয়নে মহাপরিকল্পনা

প্রকাশিত: ০৪:৩৯, ২৯ ডিসেম্বর ২০১৮

কেরানীগঞ্জের উন্নয়নে মহাপরিকল্পনা

স্টাফ রিপোর্টার ॥ চারদিকে নদীবেষ্টিত ঢাকার কেরানীগঞ্জের নদী ও খালগুলো প্রায় হারাতে বসেছিল। তবে স্থানীয় সংসদ সদস্য নসরুল হামিদ বিপুর উদ্যোগে ১৭টি খাল উদ্ধার করে সেগুলোতে নৌচলাচল শুরু করা, দুই পাশে হাঁটাচলার জন্য ওয়াকওয়ে নির্মাণ, খালগুলোর পাশ ঘেঁষে পার্ক, উদ্যান, পাঠাগার ও বিনোদন কেন্দ্র নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে বিশ্ব দরবারে গৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তেমনি কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা নসরুল হামিদ বিপুর নেতৃত্বে ঢাকার এই জনপদ উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, বিদ্যুত, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়ন স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে বেশি হয়েছে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দক্ষ নেতৃত্বে। ঢাকার বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) আওতার মধ্যেই কেরানীগঞ্জের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য মহাপরিকল্পনা করেছেন নসরুল হামিদ। এ পরিকল্পনার আওতায় নিয়মতান্ত্রিকভাবে কেরানীগঞ্জ উপজেলার অবকাঠামো উন্নয়ন করা হবে। কেরানীগঞ্জের চারপাশে রয়েছে নদী, আর ভেতরে রয়েছে অনেক খাল। কিন্তু দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে এসব খাল মরতে বসেছিল। ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নসরুল হামিদ বিপু এসব খাল উদ্ধার করে সচল করার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। এ বিষয়ে কী কী উদ্যোগ নেয়া হয়েছে সে প্রসঙ্গে স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘কেরানীগঞ্জের খালগুলো নিয়ে মহাপরিকল্পনা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নামানুসারে ১৭টি খালকে চিহ্নিত করা হয়েছে। এই খালগুলোকে পরিষ্কার করে নৌচলাচল সুবিধা চালু করা হচ্ছে। মানুষের যাতায়াতে সুবিধার জন্য ওয়াটার বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
×