ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁ জেলায় সোয়া ৩ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ মে ২০১৮

নওগাঁ জেলায় সোয়া ৩ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান

স্টাফ রিপোর্টার, নওগাঁ ॥ বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে নওগাঁ জেলায় পল্লী বিদ্যুতায়নের মাধ্যমে মোট ৩ লাখ ২৫ হাজ্রা ৮৭৬টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান নিশ্চিত করা হয়েছে। সর্বমোট ৫ হাজার ৪৩৭ দশমিক ৪৫ কিলোমিটার লাইন স্থাপনের মাধ্যমে এসব পরিবারের মোট সুবিধাভোগী জনগনের সংখ্যা ১৩ লাখ ৬৬ হাজার ৯৩০ জন। এই বিদ্যুৎ সরবরাহ করতে মোট নির্মান ব্যয় হয়েছে ৮৫২ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা। যা বর্তমান সরকারের নানামুখি উন্নয়ন কর্মকান্ডের একাংশের সাফল্য। জানা গেছে, বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে বিগত ২০১৪ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত নওগাঁ জেলায় দু’টি পৃথক পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এই বিদ্যুৎ সংযোগ প্রদান নিশ্চিত করা হয়েছে। নওগাঁ জেলা সদরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধ্যমে নওগাঁ সদর, নিয়ামতপুর, মান্দা, রানীনগর, আত্রাই ও বদলগাছি, এই ৬টি উপজেলায় এবং পত্নীতলা উপজেলা সদরে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মাধ্যমে পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা এবং মহাদেবপুর, এই ৫টি উপজেলায় গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
×