
জনকণ্ঠ রিপোর্ট ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে শুক্রবার রাতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।
গত বছরের ২৭ ডিসেম্বর মো. জুয়েল রানাকে সভাপতি ও এস এম সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে অন্যান্য পদগুলোর মধ্যে সহ-সভাপতি ৪৪ জনকে, নয়জন যুগ্ম-সাধারণ সম্পাদক ও নয়জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটিতে ৭০ জন পেয়েছেন বিভিন্ন সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় পদ।
এছাড়া সহ-সম্পাদক পদে ৫৩ জন এবং কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে থাকছেন ২৭ জন নেতাকর্মী।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল জানিয়েছেন, এ সংগঠনের যারা ত্যাগী তাদের সে বিষয়গুলো পর্যালোচনা করেই কমিটিতে স্থান দেয়া হয়েছে।