ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

প্রকাশিত: ০৩:০৪, ২৮ এপ্রিল ২০১৭

মুন্সীগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ রির্পোটার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশেষ অভিযানে শুক্রবার ভোরে অস্ত্র ও গুলিসহ হেদায়েত উল্লাহ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত হেদায়েত উল্লাহ গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মো: মনির হোসেনের ছেলে। গজারিয়া থানার এসআই মো: সারোয়ার হোসেন ভূইঁয়া জানান, গত একমাস ধরে গজারিয়ায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে গজারিয়ার হোগলাকান্দি গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় সাটার গান, দুই রাউন্ড শর্টগানের গুলি ও এক রাউন্ড থ্রি-নটÑথ্রি রাইফেলের গুলিসহ তাকে আটক করা হয়। গজারিযা থানার অফিসার্স ইনচার্জ মো: হেদায়াত উল ইসলাম ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
×