ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মির্জাপুরে ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩

প্রকাশিত: ২২:১৯, ২৪ অক্টোবর ২০১৬

মির্জাপুরে ট্রাকের চাপায় নিহত ১, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে ট্রাকের চাপায় এক নারী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার আছিমতলা লৌহজং ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী হলেন শাবজান বেওয়া (৬৫)। তার বাড়ি উপজেলার কাটরা গ্রামে। জানা গেছে, টাঙ্গাইলগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পথচারীদের চাপা দিয়ে ওই ফিলিং স্টেশনের একটি পিলারে ধাক্কা খায়। এতে ওই নারী মারা যান। দুর্ঘটনায় আহত কাটরা গ্রামের কদ্দুছ খান (৩২), আনোয়ারের স্ত্রী শাহনাজ (২৫) ও ছেলে রেহান (৬) কে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এস আই মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×