ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আহলে হাদিস আন্দোলন ও অঙ্গ সংগঠন যুব সংঘের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:১০, ১২ আগস্ট ২০১৬

আহলে হাদিস  আন্দোলন ও অঙ্গ সংগঠন  যুব সংঘের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ আহলে হাদিস আন্দোলন ও অঙ্গ সংগঠন যুব সংঘ তাদের সাংগঠনিক অবস্থান পরিস্কার করতে আজ শুক্রবার সকাল ১০ টায় পার্বতীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ও বিভিন্ন বেসরকারী টিভি চ্যানেলের সাংবাদিকগন । এ সময় আহলে হাদিস আন্দোলন পার্বতীপুর শাখার সভাপতি মোঃ সাদেকুল ইসলাম বলেন দেশের চলমান পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আহলে হাদিসকে সন্ত্রাসী ও জঙ্গীবাদ কর্মকান্ডে জড়িত করার চেষ্টা চালানো হচ্ছে। যা অন্যায়, মিথ্যাচার ও ভত্তিহীন । দ্ব্যার্থহীনভাবে তারা এর প্রতিবাদ জানান। আহলে হাদিস আন্দোলন যে কোন সন্ত্রাসী, চরমপন্থী ও জঙ্গীবাদের ঘোর বিরোধী। সংগঠনের শিক্ষিত ত্যাগী কর্মিরা এধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে বক্তৃতা , লেখনী ইত্যাদির মাধ্যমে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এ সময় মঞ্জুরুল ইসলাম, মনিরুজ্জামান জয়নাল আবেদিন, আব্দুল্লাহ আল মাহমুদ,মোসাদ্দেক বিল্লাহ সহ দুই সংগঠনের অর্ধশত কর্মি উপস্থিত ছিলেন। পরে তারা ব্যানার ফ্যাস্টুন নিয়ে শহীদ মিনার চত্বরে সন্ত্রাস ও জঙ্গীবাদ রিরোধী মানববন্ধন করে।
×