ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে নাটোরে সাঁড়াশি অভিযান

প্রকাশিত: ২১:২৬, ৩০ নভেম্বর ২০১৫

পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে নাটোরে সাঁড়াশি অভিযান

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিতে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করতে নাটোরে সোমবার থেকে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। র‌্যাবের একটি ভ্রাম্যমান আদালত এবং ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকাল থেকে এই অভিযান শুরু হয়েছে। নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নায়িরুজ্জামানের নেতৃত্বে সাত দিনব্যাপী অভিযানের প্রথম দিনে শহরের চাউল পট্টিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এক চাল গোডাউন মালিককে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন-২০১০ এর আওতায় ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার ডাল সড়ক এলাকার নাটোর অটো রাইস মিলকে ৩০হাজার, ভূত হাজী রাইস মিলকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চত না হওয়া পর্যন্ত এই সাড়াশি অভিযান চলবে বলে জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান।
×