ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত: ১১:০০, ৮ নভেম্বর ২০২৪

শীত জেঁকে বসবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর।

মাত্র নভেম্বরের প্রথম সপ্তাহ পেরোলো। পড়তে শুরু করেছে কুয়াশা। দেশের উত্তরাঞ্চলে যার পরিমাণটা একটু বেশিই। এমন পরিস্থিতিতে শীত কবে জেঁকে বসতে পারে তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে,ডিসেম্বরের ২০ তারিখের পর ঢাকায় শীত পড়বে।পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশে ৮ থেকে ১০টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে তিনটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।


 

টুম্পা

×