ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত বেড়েছে। সাপ্তাহজুড়েই এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি বুধবার (৩১ জুলাই) দেশের চার বিভাগে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, মৌসুমি বায়ু দেশের মধ্যাঞ্চলে সক্রিয় রয়েছে। সে কারণে এই অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহের বাকি দিনগুলোতে গরম কিছুটা কম অনুভূত হবে। এছাড়া ঢাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
বৃহস্পতি ও শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে বজলুর রশিদ বলেন, এই দুদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এর আগে মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এই সময়ে রংপুর বিভাগ ছিল বৃষ্টিহীন। ঢাকায় বৃষ্টি হয়েছে ১৬ মিলিমিটার। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে।
তাসমিম