ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল কাল

প্রকাশিত: ১৯:২৪, ৭ নভেম্বর ২০২৪

স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল কাল

স্কুল হ্যান্ডবলে বালক বিভাগের একটি ম্যাচের দৃশ্য

তাসমেরী অনুর্ধ-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে আজ বৃহস্পতিবারের খেলা পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কাল শুক্রবার অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের খেলা।

আজ বালক বিভাগের খেলায় সানিডেইল ১৮-০ গোলে হিড ইন্টারন্যাশনাল স্কুলকে, উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় ৯-৩ গোলে খালেদ হায়দার মেমোরিয়াল স্কুলকে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৯-২ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে, মতিঝিল আইডিয়াল স্কুল ৯-৩ গোলে মডেল একাডেমিকে, সেন্ট গ্রেগরি হাই স্কুল ১১-৩ গোলে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৯-৩ গোলে মডেল একাডেমিকে, মতিঝিল আইডিয়াল স্কুল ৬-৪ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে ও    নৌবাহিনী কলেজ ১২-৫ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারায়। 

রুমেল খান

×