ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রাহায়ণ ১৪৩১

স্ত্রীর জন্মদিনে রাহুলের রোমান্টিক পোস্টে মধুর শুভেচ্ছা

প্রকাশিত: ০০:০১, ৬ নভেম্বর ২০২৪

স্ত্রীর জন্মদিনে রাহুলের রোমান্টিক পোস্টে মধুর শুভেচ্ছা

সমাজমাধ্যমে পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানালেন লোকেশ রাহুল। ৫ নভেম্বর আথিয়ার জন্মদিন। দু’জনের কিছু ছবিও পোস্ট করেন রাহুল।

মঙ্গলবার তিনটি ছবি পোস্ট করলেন তাঁর স্বামী রাহুল। প্রথমটিতে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন তাঁরা। তাকিয়েও রয়েছেন একে অপরের দিকে। দ্বিতীয় ছবিটিতে দেখা যাচ্ছে তাঁরা একসঙ্গে কোথাও খেতে গিয়েছেন। তৃতীয় ছবিটি নিজস্বী। আথিয়া তুলেছেন। রাহুল তাঁকে জড়িয়ে রয়েছেন। শেষ ছবিটি আথিয়ার। সেখানে মজার মুখভঙ্গি করে রয়েছেন তিনি। ছবিগুলি পোস্ট করে রাহুল মজা করে লিখেছেন, “আমার উন্মাদ বেবির জন্মদিন।”মঙ্গলবার আথিয়ার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন তিনি। দু’জনের ছবিও পোস্ট করেন রাহুল।

তিন বছর আগে আথিয়ার জন্মদিনে প্রথম বার সম্পর্কের কথা জানিয়েছিলেন রাহুল। নিজের ইনস্টাগ্রামে দু’জনের ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে রাহুল লিখেছিলেন, “আমার ভালবাসাকে জন্মদিনের শুভেচ্ছা।” ছবির তলায় এসে রাহুলের কথার জবাবে হার্ট ইমোজি দিয়ে যান আথিয়া। তাতেই প্রথম বার স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্কের কথা। গত বছর ২৩ জানুয়ারি তাঁরা বিয়ে করেন।
 

রাজু

×