ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ক্যারিয়ারের শেষ উইম্বলডনের সেমিফাইনালে সানিয়া মির্জা

উইম্বলডনের শেষ আটে সিমোনা

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ০০:২২, ৬ জুলাই ২০২২

উইম্বলডনের শেষ আটে সিমোনা

সিমোনা হালেপ

আত্মবিশ্বাস সঙ্গী করে চোট নিয়েও বছরের তৃতীয় গ্র্যান্ডস্লাম উইম্বলডন ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সাবেক নাম্বার ওয়ান তারকা সিমোনা হালেপলন্ডনে সোমবার রাতে প্রমীলা এককের শেষ ষোলোর ম্যাচে ১৬ নম্বর বাছাই রোমানিয়ার কন্যা হালেপ সরাসরি ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন চার নম্বর বাছাই স্পেনের পলা বাদোসাকে

উইম্বলডনের এবারের আসরে মেয়েদের এককে ৩০ বছর বয়সী হালেপই এখন একমাত্র সাবেক বিজয়ী হিসেবে টিকে আছেনএই আসরে ২০১৯ সালে চ্যাম্পিয়ন হন তিনিবাদোসার বিরুদ্ধে জয়ের পর হালেপ বলেন, এর মানে অনেকটাই যে আমি ইনজুরি ও আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার পর কোয়ার্টার ফাইনালে ফিরে এসেছিআমি প্রতিদিন কঠোর পরিশ্রম করছিআমি মনে করি আমি যদি এটি করি তাহলে আরও ভালভাবে ফেরা সম্ভবআসলে আমি যেভাবে খেলছি তাতে সত্যিই খুশিআমি সত্যিই আত্মবিশ্বাসী; কোর্টে আসাটা আনন্দের

কোভিড মহামারীর কারণে ২০২০ উইম্বলডন বাতিল করা হয়েছিলহালেপ ২০২১ সংস্করণে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে পারতেনকিন্তু কাফ ইনজুরির কারণে তিনি কোর্টে নামতে পারেননিযে কারণে ২০২১ ফরাসী ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হনচোট প্রসঙ্গে হালেপ বলেন, আমি গত দুই-তিন মাসে সত্যিই কঠোর পরিশ্রম করেছিআমি যা করেছি তা নিয়ে সত্যিই খুশিআমি আত্মবিশ্বাস পেয়েছিযতটা সম্ভব নিজেকে ফিট করার জন্য কাজ করছিএখনও উন্নতি করতে চাইআসরের সেমিফাইনালে জায়গা পেতে হালেপ খেলবেন যুক্তরাষ্ট্রের ২০ নম্বর বাছাই আমান্ডা এ্যানিসিমোভার বিরুদ্ধে

শেষ আটের লড়াই নিয়ে রোমানিয়ান সুন্দরী বলেন, আমি নিশ্চিত যে আবারও ভাল টেনিস খেলতে পারবতবে এটি একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছেআপনাকে মনে রাখতে হবে এটা উইম্বলডনের কোয়ার্টার ফাইনালতবে এটির জন্য প্রস্তুতআর জয়ের জন্য অপেক্ষা করছিউল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে হালেপ চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ান ওপেন এবং দ্বিতীয় রাউন্ডে ফরাসী ওপেন থেকে হেরে বিদায় নেন

এদিকে ক্যারিয়ারের শেষ উইম্বলডনের সেমিফাইনালে উঠেছেন ভারাতীয় টেনিস তারকা সানিয়া মির্জাবর্তমানে সানিয়ার বয়স ৩৫ বছর ছুঁইছুঁইতিনি জানিয়ে দিয়েছেন, এবারের উইম্বলডনই শেষআর কখনও তাকে সাদা পোশাকে দেখা যাবে না অল ইংল্যান্ড ক্লাবের গ্রান্ডসøামেক্যারিয়ারের শেষ উইম্বলডনটা রাঙানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেছেন তিনি। 

নারী দ্বৈত বিভাগে ব্যর্থ হলেও মিশ্র দ্বৈতে শিরোপার পথে এগিয়ে গেছেন অনেকটাকোয়ার্টার ফাইনালে হারিয়েছেন চতুর্থ বাছাই জুটিকেক্রায়েশিয়ার মেট পেভিককে সঙ্গী করে ৬-৪, ৩-৬, ৭-৫ ব্যবধানে জিতে পৌঁছে গেছেন প্রতিযোগিতার সেমিফাইনালেউইম্বলডনের মিশ্র দ্বৈতে এটাই সানিয়ার সর্বোচ্চ অর্জনএর আগে শেষ ষোলোতে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়া-পেভিককোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলেন জন পিয়ার্স ও গ্যাব্রিয়েলা ডাবরস্কিচতুর্থ বাছাই এই জুটির বিরুদ্ধে বেশ লড়াই করতে হয় তাদেরএক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে শেষ হাসিটা হেসেছেন সানিয়ারাই

লড়াইয়ের প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারাতৃতীয় সেটে সানিয়াদের দারুণ প্রত্যাবর্তন বিদায়ঘন্টা বাজিয়ে দেয় ডাবরস্কিদেরবাছাইক্রমের হিসেবে অবশ্য সানিয়াদের সেমিফাইনালের প্রতিপক্ষ তুলনামূলক সহজও হয়ে যেতে পারেশেষ আটে যেখানে চতুর্থ বাছাইয়ের বিরুদ্ধে খেলতে হয়েছিলসেখানে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হয়ে যেতে পারে চলতি উইম্বলডনের সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা অস্টাপেঙ্কো জুটি

×