ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আবারো হৃদয়ের শৃঙ্খলাভঙ্গ, চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে

প্রকাশিত: ০২:২১, ২৭ এপ্রিল ২০২৫

আবারো হৃদয়ের শৃঙ্খলাভঙ্গ, চার ম্যাচ নিষেধাজ্ঞার মুখে

ছবি: সংগৃহীত

তাওহীদ হৃদয়ের জন্য যেন বারবারই আচরণগত শৃঙ্খলাভঙ্গ কাল হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফের একবার অসদাচরণের কারণে শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সদ্যই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও এবার আরও বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হয়েও মাঠ না ছাড়ায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচ চলাকালীন ওয়াসি সিদ্দিকীর বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি দীর্ঘ সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন। প্রতিপক্ষ খেলোয়াড়রা উল্লাস শুরু করলেও হৃদয় মাঠ ছাড়তে অনীহা প্রকাশ করেন।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর মাঠে অযথা সময়ক্ষেপণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। ফলে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি হৃদয়কে জরিমানা করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেন তার রেকর্ডে।

ডিপিএলের আম্পায়ার্স কমিটির ইনচার্জ এবং টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ এবং ম্যাচ শেষে শুনানিতে হাজির না হওয়ায় হৃদয়কে এই শাস্তি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, হৃদয়ের আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে একটি যুক্ত হওয়ায় তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচসহ আগামী চারটি ম্যাচে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

ডিপিএলে হৃদয়ের আগের নিষেধাজ্ঞা নিয়েও কম নাটক হয়নি। এবার ৮ ডিমেরিট পয়েন্টের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয় কিনা—এটাই এখন দেখার বিষয়।

এসএফ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার