
নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে বিদায় করে ফাইনালে ওঠার আনন্দ এসি মিলানের ফুটবলারদের
চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইন্টার মিলান। সিরি’এ লিগের শিরোপা ধরে রাখার পথে এখনও লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সেই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও জায়গা করে নেয় ইতালিয়ান জায়ান্টরা। বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে উঠে ট্রেবল জয়ের সুযোগও ছিল ইন্টারের সামনে।
কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল তাদেরই নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলান এদিন ৩-০ গোলে রীতিমতো উড়িয়েই দেয় ইন্টার মিলানকে। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট নিশ্চিত করে এসি মিলান।
কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে এসি মিলান নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল ইন্টার মিলানের সঙ্গে। ফলে ইন্টার মিলানের মাঠ স্তাদিও গুইসেপ্পি মিয়াজ্জা স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচটি হয়ে উঠে দুই দলের জন্যই অগ্নি-পরীক্ষা। আর এ ম্যাচেই জ্বলে উঠে এসি মিলান। ঘরের মাঠের সমর্থকদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্টারকে এদিন পাত্তাই দেননি তারা। একপেশে খেলে রীতিমতো উড়িয়েই দেয় প্রতিপক্ষকে।
তবে সফরকারী এসি মিলানকে এদিন প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৬ মিনিট পর্যন্ত। এই সময়ে অ্যালেক্স জিমিনেজের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে সফরকারীদের এগিয়ে দেন লুকা ইয়োভিচ। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও নিজেদের সেরাটা ঢেলে দিয়ে খেলতে থাকেন সফরকারী দল।