ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

পাইরেসির কবলে বরবাদ!

প্রকাশিত: ১২:১৬, ৯ মে ২০২৫

পাইরেসির কবলে বরবাদ!

সাফল্যের পরই বিপদে পড়েছে ‘বরবাদ’। সিনেমাটি যেখানে ব্যবসা সফল হয়ে প্রায় ১৬ কোটি টাকা লাভ করেছিল, সেখানে এখন পাইরেসির কবলে পড়ে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শকরা। হল বিমুখতার কারণ হিসেবে উঠেছে মুভি পাইরেসির সরাসরি প্রভাব।

পাইরেসির কবলে পড়ে বরবাদ হচ্ছে ‘বরবাদ’ সিনেমা। ব্যবসা সফল এই সিনেমা প্রায় ১৬ কোটি টাকা লাভ করলেও, মুভি পাইরেসির কারণে এখন হল বিমুখ হচ্ছে দর্শকরা। এ কারণে পাইরেসিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন ‘বরবাদ’-এর প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন।

গতকাল (৮ মে) দুপুরে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা জানান তারা। ইতিমধ্যে গুলশান থানায় এফআইআর ও ডিবি সাইবার ইউনিটে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন সিনেমার প্রযোজকগণ।

শাহরিন আক্তার সুমি জানান, ‘‘বরবাদ ঠান্ডা মাথায় প্ল্যান করে পাইরেসি করা হয়েছে।’’ সাইবার স্পেশালিস্ট জুয়েল মরশে জানান, গত সাত দিনে শুধু ফেসবুক থেকেই ২ লক্ষ ৪৮ হাজার ৬৯১টি ভিডিও ব্লক করা হয়েছে।

সিনেমার প্রতি দর্শকের আস্থা ও আগ্রহ ধরে রাখতে পাইরেসির বিরুদ্ধে এই অবস্থান জরুরি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ‘বরবাদ’-এর মতো সফল প্রজেক্ট যদি এমন দুর্বৃত্তপনার শিকার হয়, তবে তা পুরো ইন্ডাস্ট্রির জন্যই অশনি সংকেত।

আফরোজা

×