ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

শহিদুল ইসলাম,  রাজবাড়ী

প্রকাশিত: ১২:৩৯, ৯ মে ২০২৫

রাজবাড়ীতে পুড়ে গেছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার

রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডিজিটাল সেন্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।

ডিজিটাল সেন্টারের পরিচালক কাজী আবু শাহিন জানান, ভোর ৫টা ৮ মিনিটে স্থানীয় বাসিন্দা জহুরুল হক ফোন করে আগুন লাগার খবর দেন। তিনি সঙ্গে সঙ্গে রাজবাড়ী ফায়ার সার্ভিসকে অবহিত করে পরিষদে ছুটে যান। এসে দেখতে পান, ডিজিটাল সেন্টারের কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার, রাউটার, ফটোকপি মেশিন, প্রিন্টার, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইলপত্র, আসবাবপত্র এবং বিটিসিএলের ব্রডব্যান্ড ডিভাইস ও ব্যাটারি পুড়ে গেছে।

আবু শাহিন জানান, “ডিজিটাল সেন্টারের সামনের ও পেছনের দুটি জানালা খোলা ছিল, যা সাধারণত খোলা থাকে না। এতে করে এ ঘটনা ঘিরে সন্দেহ ও রহস্য তৈরি হয়েছে।”

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. সনাজ মিয়া বলেন, “খবর পাওয়ার পর ভোর ৫টা ৩৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ জানা যাবে।”

উল্লেখ্য, খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান গত ১৩ মার্চ থেকে অফিস করছেন না। তার অপসারণের দাবিতে ইউনিয়নের একাংশ আন্দোলনে রয়েছে। ১৮ মার্চ এ দাবিতে মানববন্ধন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়। এই প্রেক্ষাপটে ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে।

মুমু

×