ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

কুস্তি ফেডারেশনের জটিলতা ও সমাধান

প্রকাশিত: ২১:১৯, ১৮ এপ্রিল ২০২৫

কুস্তি ফেডারেশনের জটিলতা ও সমাধান

দেশের অন্যতম ক্রীড়া ফেডারেশন কুস্তি। গত ১৯ মার্চ নতুন অ্যাডহক কমিটি গঠিত হলেও কোন সুখবর নেই কুস্তিগীরদের জন্য। কারণ নতুন কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রহমান জীবনের সময় কাটছে হাসপাতালে। প্রায় ৮৪ বছর বয়সী এই সংগঠক নানা রোগে জর্জরিত। কমিটির সভাপতি ব্রি. জেনারেল (অব) ফখরুদ্দিন হায়দারের কথা, ‘আমরা ফোন করেও ওনাকে পাচ্ছি না। এজন্য এতদিন কোন কার্যক্রমই চালাতে পারিনি। শুনেছি, তিনি কিডনি জটিলতায় ভুগছেন। কমিটি ঘোষণার আগে থেকেই ডায়ালাইসিসের জন্য হাপাতালে যেতে হচ্ছে তাকে।’

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন অ্যাডহক কমিটি দিচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ। সার্চ কমিটির সুপারিশ করা সেই অ্যাডহক কমিটি নিয়ে নানা সময় বিতর্ক আর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ক্রীড়াঙ্গণে। দীর্ঘদিন কুস্তির মসনদে থাকা তাবিউর রহমান পালোয়ানকে বাদ দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করে ক্রীড়া পরিষদ। যে কমিটিতে সভাপতি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক মহাপরিচালক ব্রি. জেনারেল (অব) ফখরুদ্দিন হায়দারকে সভাপতি এবং মামুনুর রহমান জীবনে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই লাপাত্তা জীবন। এতদিন লাঠিতে ভর করে আসতেন স্টেডিয়াম পাড়ায়। কিন্তু কমিটি ঘোষণার আগে থেকেই হাসপাতালে যেতে হচ্ছে তাকে। প্রায় শতবর্ষী একজনকে সাধারণ সম্পাদক করায় সমালোচনা কম হয়নি কুস্তি অঙ্গনে। তাছাড়া নতুন কমিটিতে রাখা হয়নি সাবেক কুস্তিগীর ও দীর্ঘদিন কুস্তির সঙ্গে জড়িয়ে থাকা মেসবাহ উদ্দিন আজাদ কিংবা আবদুল মুবিন ফাইটারকে। এ নিয়ে বেশ আক্ষেপ করতে শোনা গেছে কমিটির কোষাধ্যক্ষ মাসুদ আক্তার মোবারকিকে, ‘সাধারণ সম্পাদককে আমরা পাচ্ছি না। উনি ফোন ধরছেন না। আজাদ কিংবা মুবিনের মতো অভিজ্ঞ লোকদের কাউকে রাখা উচিত ছিল কমিটিতে। তাহলে এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হতো।’ 
তবে এগুনোর পথ খুলেছেন সভাপতি নিজেই, ‘গত বুধবার পুরনো কমিটি আমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। পরদিন যুগ্ম সম্পাদক ফারুক উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদকের চলতি দায়িত্বে রেখে কাজ শুরু করেছি।’ 

এ বিষয়ে জানতে চেয়ে ফোন করলে বন্ধ পাওয়া গেছে মামুনুর রহমান জীবনের মুঠোফোন।

 

রুমেল খান /রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার