ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে আম্পায়ারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১৭ এপ্রিল ২০২৫

মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে আম্পায়ারের মৃত্যু

ছবি সংগৃহীত

ভারতের মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) আম্পায়ার প্রসাদ মালগাঁওকর খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১৬ এপ্রিল) মুম্বাইয়ের ক্রস ময়দানে অনূর্ধ্ব-১৯ ভামা কাপ ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচ চলাকালে।

ম্যাচটি ছিল কেআরপি একাদশ বনাম ক্রেসেন্ট সিসি। খেলার দশম ওভারের পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আম্পায়ার মালগাঁওকর। শুরুতে তিনি জানান, শ্বাস নিতে সমস্যা হচ্ছে। এরপরই দ্রুত তাঁকে মাঠ থেকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সহ-আম্পায়ার প্রতমেশ আঙ্গানে বলেন, “খেলা শুরুর আগেই তিনি অ্যাসিডিটির কথা বলেছিলেন। আমি বলেছিলাম বিশ্রাম নিতে, কিন্তু তিনি নিজেই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১০.২ ওভারে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আর উঠতে পারেননি।”

খেলা চলাকালীন ঘটনার পর এমসিএ কো-অর্ডিনেটর দত্ত মিঠবাভকর এবং উপস্থিত খেলোয়াড়রা দ্রুত তাকে সুন্দর ক্রিকেট ক্লাবের মাঠ থেকে একটি চরপাইয়ের সাহায্যে ন্যাশনাল সিসি ক্লাব পর্যন্ত নিয়ে যান। সেখান থেকে একটি ট্যাক্সিতে করে তাঁকে নিয়ে যাওয়া হয় বোম্বে হাসপাতালে। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পরই জানা যায়, তার শরীরে কোনো রক্তচাপ বা অক্সিজেনের অস্তিত্ব নেই এবং ইসিজি পরীক্ষায় দেখা যায় 'ফ্ল্যাট লাইন', অর্থাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। চিকিৎসকরা জানান, মালগাঁওকরকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।

এসএফ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার