ব্লাইন্ড টি২০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশ।
দেশের ক্রিকেটে দারুন এক গৌরব বয়ে এনেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পাকিস্তানে চলমান ব্লাইন্ড টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। রবিবার মুলতানে হওয়া সেমিফাইনালে শ্রীলঙ্কা ব্লাইন্ড ক্রিকেট দলকে ৬ রানে হারিয়ে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।
এবারই প্রথম ব্লাইন্ড টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে পাকিস্তান আয়োজক হওয়াতে গত ৩ আসরের চ্যাম্পিয়ন ভারত নাম প্রত্যাহার করে নিয়েছে। সরে গেছে আরো ৩ দল।
আজ অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে তোলে ২৪৪ রান। ওপেনিং জুটিতে ১৭৭ রান যোগ করেন মোহাম্মদ সালমান ও আরিফ। সালমান অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। তিনি ৪৯ বলে ৯৭ রানে সাজঘরে ফেরেন।
তবে আরিফ ছিলেন শেষ পর্যন্ত। তিনি ৫৬ বলে ৮১ রান করেন। জবাবে বাংলাদেশী বোলারদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ৫ ওভারে শ্রীলঙ্কা ৩ উইকেট হারায়। কিন্তু চন্দনা দেশপ্রিয় একাই লড়েছেন। তিনি ৫৪ বলে ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
অবশ্য শ্রীলঙ্কার বাকিরা ভালো করতে না পারায় শেষ ওভারে জিততে ২৫ রান প্রয়োজন হয় তাদের। কিন্তু ১৮ রান তুলতে পেরেছে তারা। তাই শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ৬ রানের জয় পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ২৩৮ রান করতে পেরেছে।
অপর সেমিফাইনালে পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে নেপালকে। মঙ্গলবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।
মামুন/ রিয়াদ