ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

দুর্দান্ত জয়ে সমতা পাকিস্তানের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:১৯, ৯ নভেম্বর ২০২৪

দুর্দান্ত জয়ে সমতা পাকিস্তানের

.

মেলবোর্নে বোলার প্যাট কামিন্সের অবিশ্বাস্য ব্যাটিং দৃঢ়তায় ২ উইকেটের নাটকীয় জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। এবার আর রক্ষা হলো না। পেসার হারিস রউফের দুর্দান্ত বোলিং ও উইকেটের পেছনে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড ছোঁয়া ৬ ক্যাচে ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে গেল স্বাগতিকদের ইনিংস। এরপর সাইম আইয়ুব (৭১ বলে ৮২) ও আব্দুল্লাহ শফিকের (৬৯ বলে ৬৪*) জোড়া হাফ সেঞ্চুরিতে ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেল সফরকারীরা। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পথে বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো উড়িয়ে দিয়ে তিন ম্যাচের সিরিজে ১-১এ সমতা ফিরিয়েছে রিজওয়ানের দল। সাত বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে জিতল পাকিস্তান। ম্যাচসেরা রউফ নিয়েছেন ৫ উইকেট।
অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান এর আগে সর্বশেষ ওয়ানডে ম্যাচ জিতেছিল ২০১৭ সালের জানুয়ারিতে, মেলবোর্নে ৬ উইকেটে। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠানো সফরকারীরা এদিন বোলিং, ফিল্ডিংয়ে ছিল সত্যি দুর্দান্ত। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও দলকে জেতাতে পারেননি রউফ। এবার আরও দুর্দান্ত পারফরম্যান্সে দলের জয়ের ভিত রচনা করে দিলেন। গতি আর সুইংয়ের মিশেলে তার আগুনে বোলিংয়ে পুড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। ৮ ওভারে ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন রউফ। ওয়ানডেতে এই স্বাদ পেলেন তিনি পঞ্চমবার। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ১৮ রানে ৫ উইকেট তার ক্যারিয়ারসেরা। অস্ট্রেলিয়ায় ৫ উইকেট শিকার করা পাকিস্তানের নবম বোলার রউফ। সর্বশেষ ২০১৭ সালে ৫ শিকার ধরেছিলেন হাসান আলি। ২২ গজে রউফের এমন বিধ্বংসী বোলিংয়ে উইকেটের পেছনে ভরসা হয়ে ছিলেন রিজওয়ান। রউফের এই ৫ উইকেটের ৪টিতেই ক্যাচ নেন রিজওয়ান। সঙ্গে আরও ২টি ক্যাচ মিলিয়ে তিনি স্পর্শ করেন বিশ্বরেকর্ড। এক ওয়ানডেতে ৬ ডিসমিসালের সপ্তদশ নজির এটি। তবে পাকিস্তানের হয়ে আগে করতে পেরেছিলেন কেবল সারফারাজ আহমেদ।
আর অধিনায়ক হিসেবে ৬ ডিসমিসালের কৃতিত্ব ওয়ানডে ইতিহাসে আগে ছিল কেবল একজনেরই। ২০০০ সালে রেকর্ড বইয়ে নাম তুলেছিলেন ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট। শাহীন শাহ আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন স্টিভেন স্মিথ। জশ ইংলিস ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ১৬। পার্থে ফয়সালার শেষ ওয়ানডে রবিবার।

×