ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

জোকোভিচের অধরা ‘গোল্ডেন স্লাম’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৬, ৫ আগস্ট ২০২৪

জোকোভিচের অধরা ‘গোল্ডেন স্লাম’

ক্যারিয়ারে প্রথম অলিম্পিক স্বর্ণ জয়ের পর সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের উল্লাস

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি তার ক্যারিয়ারে সব জিতলেও শেষ পর্যন্ত ফিফা বিশ^কাপ জেতার মধ্য দিয়ে সব শিরোপা জেতার বৃত্তপূরণ করেছিলেন। তেমনি প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতে টেনিসবিশ্বে এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করলেন নোভাক জোকোভিচ। এই জয় কেবল তার ২৪টি গ্র্যান্ডসø্যাম শিরোপা জয়ের বিস্ময়কর সংখ্যাই যোগ করেনি, বরং তাকে টেনিস আইকনদের এলিট গ্রুপে জায়গা করে দিয়েছে যারা স্বপ্নের ক্যারিয়ার ‘গোল্ডেন সø্যাম’ অর্জন করেছেন। এই একটি শিরোপা জেতাই বাকি ছিল তার। 
পুরুষ এককের ফাইনালে তিনি স্পেনের কার্লোস আলকারাজকে উত্তেজনাপূর্ণ ম্যাচে সরাসরি সেটে ৭-৬ (৩) এবং ৭-৬ (২) গেমে হারান। অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ও ইউএস ওপেন এবং উইম্বলডন... এই চারটি গ্র্যান্ডসø্যাম শিরোপার পাশাপাশি ক্যারিয়ারে অলিম্পিকে স্বর্ণপদকও জিতলেন সার্বিয়ান তারকা জোকোভিচ। এই এলিট ক্লাবে আরও আছেন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসি, সেরেনা উইলিয়ামস, স্পেনের রাফায়েল নাদাল এবং জার্মানির স্টেফি গ্রাফ।

এ নিয়ে নোভাকের মোট ‘বড় শিরোপা’র সংখ্যা দাঁড়াল ৭২টি। এর মধ্যে রয়েছে গ্র্যান্ডসø্যাম চ্যাম্পিয়নশিপ, নিত্তো এটিপি ফাইনালস শিরোপা, এটিপি মাস্টার্স ১০০০ ট্রফি এবং অলিম্পিক একক স্বর্ণপদক। রজার ফেদেরার ও নাদালের মতো কিংবদন্তিদের পেছনে ফেলে আধুনিক ‘বিগ থ্রি’র নেতা হয়েছেন জোকোভিচ। গত ১৮ মৌসুমের মধ্যে ১৬টিতেই অন্তত একটি বড় শিরোপা জিতেছেন তিনি। 
প্যারিস অলিম্পিকে জোকোভিচের এই জয় কেবল তার ক্যারিযারের উল্লেখযোগ্য অর্জনই নয়, টেনিস ইতিহাসের সেরা খেলোয়াড়দের মধ্যেও তার জায়গা পাকা করেছে। তার ক্যারিয়ার গোল্ডেন সø্যাম তার ক্যারিয়ার জুড়ে তার উল্লেখযোগ্য প্রতিভা, দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতার প্রমাণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নোভাক বলেন, ‘২০১২ অলিম্পিকে দেশের পতাকা বহন করেছিলাম। এতদিন পর্যন্ত সেটা ছিল আমার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত। আজ স্বর্ণজয়ের পর এখন এই দিনটিই আমার সেরা। অলিম্পিকের স্বর্ণপদক সবকিছুর ওপরে আমার কাছে।’
নোভাক আরও বলেন, ‘আমার বয়স এখন ৩৭। আমি নিজেই এখন নিজের প্রেরণা। আমার সব সফলতার পেছনে রয়েছ অনেক পরিশ্রম ও সাধনা। আলকারেজ এখন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। দুর্দান্ত ফর্মে রয়েছে। আজও দারুণ খেলেছে। দুটি সেটই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। দ্বিতীয় সেটে যদি হেরে জেতাম, জানি না তৃতীয় সেটে কি হতো।’ সবশেষে নোভাক জানান, ‘২০২৮ লস অ্যাঞ্জলস অলিম্পিকও খেলতে চাই।’

×