ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

প্যারিসে চীন জাপানের হাড্ডাহাড্ডি লড়াই

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ০০:২৫, ১ আগস্ট ২০২৪

প্যারিসে চীন জাপানের হাড্ডাহাড্ডি লড়াই

প্যারিসে পদক হাতে হাস্যোজ্জ্বল ফরাসি তরুণী

প্যারিস অলিম্পিক মাতিয়ে চলেছেন এশিয়ান অ্যাথলেটরা। এখন পর্যন্ত পদকের লড়াইয়ে এশিয়ার দেশগুলোর দাপট চোখে পড়ার মতো। বিশেষ করে এশিয়ার গর্বের প্রতীক চীন ও সূর্যোদয়ের দেশ জাপানের অ্যাথলেটরা চোখ ধাঁধানো পারফর্ম্যান্স প্রদর্শন করে চলেছেন। বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পদক তালিকার এক ও দুই নম্বরে অবস্থান করছিল যথাক্রমে এশিয়ার দুই দেশ চীন ও জাপান। 
২০০৮ বেজিং অলিম্পিকে সেরা হওয়া চীন এবার শীর্ষস্থান পুনরুদ্ধার করতে মরিয়া। তারা এখন পর্যন্ত আটটি স্বর্ণসহ ১৬টি পদক জিতে সবার উপরে আছে। সাত স্বর্ণসহ ১৩ পদক জিতে দুইয়ে জাপান। স্বাগতিক ফ্রান্স এবার তাদের ইতিহাসের সেরা সাফল্যের দিকে এগিয়ে চলেছে। ছয় স্বর্ণসহ ফরাসিদের ভা-ারে এখন পর্যন্ত জমা হয়েছে ২০টি পদক। অবাক করা বিষয়, অলিম্পিকের ইতিহাসের সেরা সাফল্যের দেশ যুক্তরাষ্ট্রকে এবার বেশ সংগ্রাম করতে হচ্ছে।

এখন পর্যন্ত মার্কিনিরা মাত্র চারটি সোনার পদক জিতেছে। তাদের অবস্থানও সপ্তম! যুক্তরাষ্ট্রের চেয়ে এক ধাপ এগিয়ে অর্থাৎ ছয় নম্বরে অবস্থান করছে এশিয়ার আরেক দেশ দক্ষিণ কোরিয়া। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পদকের লড়াইও জমে উঠেছে। বুধবার মেয়েদের ট্রায়াথলন জিতেছেন ফ্রান্সের কাসান্দ্রে বিউগ্রান্দ। অলিম্পিক ট্রায়াথলনে এটাই প্রথম সোনা জয় ফ্রান্সের। এ ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন সুইজারল্যান্ডের জুলি দেরন আর ব্রোঞ্জ জিতেছেন ব্রিটেনের বেথ পটার।

অন্যদিকে পুরুষদের ট্রায়াথলন জিতেছেন গ্রেট ব্রিটেনের অ্যালেক্স ই। প্রথম অ্যাথলেট হিসেবে ব্যক্তিগত ও মিশ্র রিলে ট্রায়াথলনে সোনা জিতেছেন তিনি। রোয়িংয়ে অলিম্পিকে সোনার পদক ধরে রেখেছে নেদারল্যান্ডস। কোয়াড্রপল স্কালসে ৫ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন টোন ভিটেন, কোয়েন মেটসেমেকার্স, লেনার্ট ফন লিরোপ ও ফিন ফ্লোরইন। তাদের মধ্যে ভিটেন ও মেটসে মেকার্স ছিলেন টোকিওতে সোনাজয়ী দলেও। এ ইভেন্টে ৫ মিনিট ৪৪.৪০ সেকেন্ড সময় নিয়ে ইতালি রৌপ্য ও ৫ মিনিট ৪৪.৫৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে পোল্যান্ড।

অন্যদিকে বীরের বেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস কিংবদন্তি সিমোন বিলেস। ২০১৬ সালে রিও ডি জেনিরোয় ঝলক দেখিয়ে ৪টি ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ জিতেছিলেন। কিন্তু ২০২০ টোকিও অলিম্পিকে খুব খারাপ সময় গেছে তার। সেবার ব্যক্তিগত একটি ইভেন্টে ব্রোঞ্জ ও দলগত ইভেন্টে রৌপ্য জয়ই ছিল বিলেসের সাফল্য। এবার প্যারিসে নিজেকে ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন শুরুতেই দলগত ইভেন্টে স্বর্ণ জিতে।

জেড ক্যারি, জর্ডান চিলেস, সুনিসা লি ও হেজলি রিভেরাকে নিয়ে গড়া যুক্তরাষ্ট্রের দল সর্বমোট ১৭১.২৯৬ পয়েন্ট নিয়ে সেরা হয়েছে আর্টিস্টিক টিম অল অ্যারাউন্ড ইভেন্টে। ২৭ বছর বয়সে এসে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বাধিক ৮টি অলিম্পিক পদক জেতার রেকর্ড গড়েছেন তিনি এর মাধ্যমে। শ্যানন মিলার ১৯৯২ ও ১৯৯৬ সালের দুই অলিম্পিকে মোট ৭টি পদক জিতেছিলেন। প্যারিসে বিলেসের সার্বিক পারফর্ম্যান্সই যুক্তরাষ্ট্রেকে সোনা জিতিয়েছে। ভল্ট ও ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে তিনিই ছিলেন দলের সেরা পারফর্মার। 
এদিকে অলিম্পিকে বাংলাদেশী অ্যাথলেটদের ব্যর্থতার মিছিল অব্যাহত আছে। বুধবার আরচারিতে প্রথম রাউন্ডে সরাসরি সেটে বাদ পড়েছেন বাংলাদেশের আরচার সাগর ইসলাম। ইতালির মাউরো নেসপলির কাছে ৬-০ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি প্যারিস অলিম্পিকে সুযোগ পাওয়া সাগর। ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে সাগরকে হারিয়েছেন ২০২০ টোকিও অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে রৌপ্যপদক জয়ী নেসপলি।

×