
ক্রিস্টিয়ানো রোনাল্ডো
ইদানীং ম্যাচে ভালো করতে না পারলে মাঠেই কেদেকুটে গড়াগড়ি খাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সবশেষে স্লোভেনিয়ার বিরুদ্ধে ইউরোর ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে না পারার পর হাউমাউ করে কাঁদেন সি আর সেভেন। অনেকে এজন্য ব্যথিত হলেও কেউ কেউ এটাকে লোক দেখানো হিসেবেও অভিহিত করছেন।
এবার ব্রিটিশ মিডিয়া রোনাল্ডোকে তুলোধনা করেছে। পর্তুগিজ তারকাকে স্বার্থপর উল্লেখ করা হয়েছে ডেইলি মেইলের কলামে। তাতে দাবি করা হয়েছে, রোনাল্ডো এই মুহূর্তে দলে থেকে উপকারের চেয়ে ক্ষতিই করছেন বেশি। অবশ্য সরাসরি মিডিয়া নয়, কলামে এমন কথা উল্লেখ করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন। চেলসি, অ্যাস্টন ভিলা, সেল্টিকে খেলা সাবেক এই স্ট্রাইকার কয়েক বছর ধরে ব্রিটিশ ফুটবল লেখক হিসেবে কাজ করছেন। এবারের ইউরোতে লিখছেন ডেইলি মেইলে। সেখানেই এক কলামে রোনাল্ডোকে ‘স্বার্থপর তারকা’ উল্লেখ করে সাটন লিখেছেন, ‘এ মুহূর্তে সে পর্তুগাল দলকে সাহায্য করার চেয়ে বাধা তৈরি করছে বেশি।’
পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ রোনাল্ডোকে বাদ দিতে ভয় পান উল্লেখ করে সাটন লিখেছেন, ‘একজন কোচকে অবশ্যই বুঝতে হবে, যখন কেউ দলের উপকারে আসে না, তাকে বাদ দিতে হবে। সে যেই হোক না কেন। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুশ্চিন্তা না করে যথেষ্ট সাহসী হতে হবে। কিন্তু মার্টিনেজকে দেখে মনে হলো, তিনি রোনাল্ডোকে বাদ দিতে ভয় পান।’
রোনাল্ডে ছাড়াও পর্তুগালে ভালো স্ট্রাইকার আছে এমনই দাবি তার। একইসঙ্গে রোনাল্ডোকে দলে রাখলে পর্তুগাল দুর্বল হয়ে পড়বে এমনই মত তার। সাটন বলেন, মার্টিনেজ তার দলে দিয়াগো জোতার মতো খেলোয়াড় পেয়েছেন। সেøাভেনিয়ার বিপক্ষে সে পেনাল্টি পাইয়ে দিয়েছিল। এ ছাড়া জোয়াও ফেলিক্স আছে। মার্টিনেজ যত বেশি দিন রোনাল্ডোকে বাদ দিতে অস্বীকৃতি জানাবেন, তাকে ততই দুর্বল দেখাবে।