ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

৩১ বছর পর চ্যাম্পিয়ন লেভারকুসেন

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:১৭, ২৬ মে ২০২৪

৩১ বছর পর চ্যাম্পিয়ন লেভারকুসেন

.

স্বপ্নের মতোই একটি মৌসুম কেটেছে বায়ার লেভারকুসেনের। জার্মান বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পর জাবি আলোনসোর দল এবার জার্মান কাপের শিরোপাও নিজেদের শোকেসে তুলেছেন। শনিবার ১০ জনের দলে পরিণত হওয়া বায়ার লেভারকুসেন - গোলে পরাজিত করে কাইজারস্ল্যাটার্নকে। সেইসঙ্গে চলতি মৌসুমের ডাবল আর ৩১ বছর পর জার্মান কাপের শিরোপা জয়ের নজির গড়েছে লেভারকুসেন। এর আগে ১৯৯৩ সালে এই ট্রফি জিতেছিল জার্মান ক্লাবটি।

×