ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কেটি বোল্টারের দারুণ জয়

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

কেটি বোল্টারের দারুণ জয়

কেটি বোল্টার

দাপুটে জয়ে সান দিয়েগো ওপেন শুরু করেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান কেটি বোল্টার। বটম হাফের প্রথম রাউন্ডে ইউক্রেনের লেসুরা তসুরেঙ্কোকে এক ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-১ সেটে হারিয়েছেন ২৭ বছর বয়সী এ সুন্দরী। ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে বোল্টারের বর্তমান অবস্থান ৪৯। এ জয়ের পর ক্যারিয়ারসেরা ৪৩তম স্থানে উঠে আসবেন তিনি। সান দিয়েগোতে যাকে উড়িয়ে শুভসূচনা করেছেন সেই তসুরেঙ্কার র‌্যাঙ্কিং ৩৬। দ্বিতীয় রাউন্ডে আরও কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে যাচ্ছেন বোল্টার।

সেখানে ১৩ নম্বর র‌্যাঙ্কিংধারী ব্রাজিলিয়ান তারকা হাদ্দাদ মাইয়ার মুখোমুখি হবেন তিনি। ‘আমি জানতাম তসুরেঙ্কার বিপক্ষে ম্যাচটা সহজ হবে না। শেষ পর্যন্ত যেভাবে জিতেছি, তাতে খুশি। এই জয় দ্বিতীয় রাউন্ডের আগে আত্মবিশ্বাস জোগাবে।’ বলেন বোল্টার। গত জানুয়ারির পর আর খেলার মধ্যে ছিলেন না অল ইংল্যান্ড ওমেন্স টেনিসের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এ খেয়োয়াড়। ফলে কেমন করেন, সেটি নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন তিনি।

×