ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

টাইগারদের আজ ইংল্যান্ড পরীক্ষা

​​​​​​​মো. মামুন রশীদ

প্রকাশিত: ২২:১২, ১ অক্টোবর ২০২৩

টাইগারদের আজ ইংল্যান্ড পরীক্ষা

তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হেড কোচ হাতুরুসিংহে ও শরিফুল ইসলাম

আর মাত্র তিনদিন পর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের আসর। এর আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে নামছে বাংলাদেশ দল। নিজেদের সামর্থ্য শক্তিমত্তা এবং বিশ্বকাপে দল কতখানি সাফল্য পেতে পারে বাংলাদেশ- এরই বড় পরীক্ষাটা হবে আজ। কারণ আজ গুয়াহাটিতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়ানোর কথা। অবশ্য বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে এই ম্যাচে কয়েকজন ক্রিকেটার থাকতে পারেন বিশ্রামে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। সে ম্যাচে দুই ওপেনার তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস দুর্দান্ত খেলেছেন। কিন্তু তীব্র গরমে তাদের বেশ সমস্যা হয়েছে। কারণে আজ তাদের বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ আজকেও তীব্র গরম থাকবে। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আগের ম্যাচে বোলিং করেননি। আজ তাকে বোলিং করিয়ে পেসারকে বিশ্রাম কিংবা কম বোলিং করাতে পারে বাংলাদেশ দল। ছাড়া ইনজুরিতে পড়া অধিনায়ক সাকিব আল হাসান আজও খেলবেন না।

২০১৯ সালের সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড এখন পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। স্বাগতিক ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি দিন আগে পরিত্যক্ত হয়েছে এই ভেন্যুতেই। এবার অন্তত এই ম্যাচটি খেলতে চাইবে তারা। আজ অবশ্য গুয়াহাটিতে সকালে রাতের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বাকি সময়টা ধরণের সমস্যা থাকবে না বলেই আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে। কিন্তু তীব্র গরম থাকবে আজকেও। বিশেষ  করে ভয়ানক আর্দ্র আবহাওয়ায় ঘাম ঝরবে অনেক। তাই ক্রিকেটারদের জন্য ম্যাচ খেলা বেশ কষ্টদায়ক হয়ে উঠবে। আর গরমের কারণেমাসল ক্রাম্পকরা এবং হ্যামস্ট্র্রিংয়ের ইনজুরিতে পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রথম ম্যাচে তানজিদ এবং লিটনের এই সমস্যা হয়েছে। এমনকি শ্রীলঙ্কার ওপেনার কুসল পেরেরা এই সমস্যায় ভুগে ব্যাটিং করতে করতেই মাঠ ছেড়েছেন। ম্যাচটিতে বাংলাদেশ দল দুর্দান্ত পারফর্ম করেছে। নানা বিতর্ক পেছনে ফেলে এবার বিশ্বকাপ খেলতে এসেছে বাংলাদেশ দল। কারণে খুব বড় কিছুর স্বপ্ন দেখতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শুরুটা দারুণ হয়েছে।

ইনজুরির কারণে অবশ্য নিয়মিত অধিনায়ক সাকিব খেলতে পারেননি। অনুশীলনে ফুটবল খেলতে নেমে তার পায়ের গোড়ালিতে আঘাত লাগে। এরপর আর খেলার মতো পরিস্থিতি ছিল না। যদিও আগে থেকেই টিম ম্যানেজমেন্ট পরিকল্পনা করে রাখে সাকিবকে না খেলানোর। এখন ঝুঁকির কথা মাথায় রেখে আজও সাকিবকে বিশ্রামেই রাখা হবে। সেক্ষেত্রে আজ আবার মিরাজ নেতৃত্ব দিতে পারেন কিংবা সহঅধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে নেতৃত্বে।

আগের ম্যাচে শান্ত মাঠে বেশ কিছুক্ষণ ফিল্ডিং করেছেন। দুটি দারুণ ক্যাচও নিয়েছেন। তবে ব্যাটিং করেননি। আজও ইংলিশদের বিপক্ষে ব্যাটিং করবেন তিনি। সেক্ষেত্রে ওপেনার হিসেবেও খেলতে পারেন। কারণ লিটন তানজিদকে আজ বিশ্রামে রাখার পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। তানজিদের পরীক্ষা সফল হয়েছে। আগের ম্যাচে ৮৮ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। আর লিটনও ফর্মে ফিরেছেন। দিন পর ধর্মশালায় বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তাই আজকেও খেলিয়ে তাদের কিছু হওয়ার শঙ্কায় থাকতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তাই আজ শান্ত-মিরাজ ওপেনিং করতে পারেন। সেক্ষেত্রে ওয়ানডাউনে দেখা যেতে পারে নতুন কাউকে। সেটি এমনকি মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা শেখ মেহেদি হাসানও হতে পারেন। ছাড়া তাওহিদ হৃদয় আছেন। গত ম্যাচে তাওহিদ প্রথম বলেই স্টাম্পিং হয়েছেন। সেজন্য আজ তাকে তিনে খেলানো হতে পারে। সেক্ষেত্রে মুশফিকুর রহিম চারে পাঁচে মাহমুদুল্লাহ খেলবেন। তবে তাওহিদকেও বিশ্রাম দিলে ব্যাটিং অর্ডারে অন্য ধরণের পরীক্ষা চালাতে পারে বাংলাদেশ। ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশ খেলবে তাদের দ্বিতীয় ম্যাচ।

তার আগে একটি ড্রেস রিহার্সেল হতে চলেছে আজ। বেশ গুরুত্ব দিয়েই আজকের ম্যাচটিতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। কারণ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি তারা। এবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের কিছুটা পরখ করে নেওয়ার চিন্তা থাকবে তাদের। উভয় দলের এটাই শেষ প্রস্তুতি ম্যাচ। এরপর বাংলাদেশ দল যাবে ধর্মশালায় এবং সেখানে ১০ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। আর ইংলিশরা প্রথমে যাবে আহমেদাবাদে এবং অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলবে গত বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ডের বিপক্ষে।

×