
ক্যারোলিন গার্সিয়াকে বিদায় করে মারিয়া সাক্কারির উচ্ছ্বাস
টোকিও ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন মারিয়া সাক্কারি। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে গ্রিক তারকা ৬-২ এবং ৬-২ গেমে উড়িয়ে দেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়াকে। এর ফলে শেষ চারের লড়াইয়ে আজ তার প্রতিপক্ষ জেসিকা পেগুলা।
আমেরিকান তারকা ৬-১ এবং ৬-০ গেমে উড়িয়ে দেন রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে। দুই তারকার জয়ের দিনে ভক্ত-অনুরাগীদের হতাশ করেছেন ইগা সুইয়াটেক। ভেরোনোকিা কুদেরমেতোভার কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই যে ছিটকে যান বিশ্ব টেনিস র্যাঙ্কিংযের সাবেক এই নাম্বার ওয়ান তারকা।