
রিটার্ন শট খেলছেন যুক্তরাষ্ট্রের হেইলি বেপ্টিসটে
মেক্সিকোয় চলমান গাদালাজারা ওপেন টেনিস থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই উনস জেবুর। তিউনিশিয়ান টেনিস তারকাকে ৬-৭(৪/৭), ৭-৫, ৬-৩ গেমে পরাজিত করেন ইতালির মার্টিনা ট্রেভিসান। এ ছাড়া বুধবার জয় পেয়েছেন যুক্তরাস্ট্রের সোফিয়া কেনিন, গ্রিসের মারিয়া সাক্কারি, ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা, কানাডার লেইলা ফার্নান্দেজ ও যুক্তরাস্ট্রের ক্যারোলিন ডোলিহাইড।
মারিয়া সাক্কারি ৬-২, ৬-২ গেমে পরাজিত করেন ইতালির ক্যারোলিন গার্সিয়াকে। কলম্বিয়ার এমিলিয়ানো আরোঙ্গোর কাছে পরাজিত হয়েছেন যুক্তরাষ্ট্রের টেইলর টাউনসেন্ড। ক্যারোরিন গার্সিয়া ৭-৫, ৬-৪ গেমে হারান যুক্তরাস্ট্রের হেইলি বেপ্টিসটেকে। আজারেঙ্কা ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন রাশিয়ান তরুণী ভ্যারোনিকা কুদারমেতোভাকে।
কেনিন ৬-৪, ৭-৫ গেমে জয় পেয়েছেন লাটভিয়ার জেলেনা ওস্টপেঙ্কোর বিরুদ্ধে। লেইলা ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্বদেশী এমা নাভারোকে। ক্যারোলিন ডোলিহাইড ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন রাশিয়ার একেতারিনা আলেকজান্দ্রেভাকে। বিজয়ী সবাই পরবর্তী পর্বে উন্নীত হয়েছেন।