ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০

তেহরানে রোনাল্ডো জ্বর, রিয়াদে নিষ্প্রভ নেইমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২২:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৩

তেহরানে রোনাল্ডো জ্বর, রিয়াদে নিষ্প্রভ নেইমার

নেইমার ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো

ইরানের রাজধানী তেহরানে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে মাতামাতি চলছে। সাবেক বিশ্বসেরা এই তারকাকে কাছে পেয়ে উন্মাদনায় মেতেছেন ইরানিয়ান সমর্থকরা। অন্যদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের অভিষেক সুখকর হয়নি। সোমবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে উজবেকিস্তানে নাভাহোর ক্লাবের সঙ্গে নেইমারের আল হিলাল ১-১ গোলে ড্র করেছে। পুরো ম্যাচে সাবেক বার্সিলোনা ও পিএসজি তারকা ছিলেন নিষ্প্রভ। ম্যাচের ৬০ মিনিটে নেইমার একটি হলুদ কার্ডও দেখেন। পিএসজি থেকে আগস্ট মাসে ৯০ মিলিয়ন ইউরোতে সৌদি পেশাদার ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন নেইমার।

সর্বাধিক চারবার এশিয়ান চ্যাম্পিয়নদের হয়ে মূল দলে খেলার আগে রিয়াদে সৌদি লিগে ঘরের মাঠে গত শুক্রবার বদলি হিসেবে তার অভিষেক হয়। এই ম্যাচে প্রথমবার শুরুর একাদশে খেলেন। কিন্তু তাতে গতবারের রানার্সআপ আল হিলালের কোনো লাভ হয়নি। কোনোরকমে তারা হার এড়িয়েছে। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ৫২ মিনিটে টোমা টাবাটাজের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় সফরকারী উজবেকিস্তান ক্লাব নাভাহোর। ২০২২ সালের উজবেকিস্তান লিগ রানার্সআপ ক্লাবটি এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলতে এসেছে। 

এরপর নির্ধারিত ৯০ মিনিটে গোল পরিশোধ করতে পারেনি হিলাল। এ সময় অতিরিক্ত হিসেবে যোগ করা হয় আরও ১৪ মিনিট। সেখানে দশম মিনিটে (১০০ মিনিট) মিখায়েলের কর্ণার থেকে গোল করে হিলালকে হারের লজ্জা থেকে রক্ষা করেন ডিফেন্ডার আলি আল বুলাইহি। আরেক ম্যাচে সৌদি চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ জেদ্দায় উজবেক ক্লাব এজিএমকের বিরুদ্ধে ৩-০ গোলের সহজ জয় দিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করেছে। এর আগে ২০০৪ ও ২০০৫ সালে পরপর দুইবার শিরোপা জয় করে ইত্তিহাদ। ইত্তিহাদের হয়ে ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি বর্তমান ব্যালন ডি’অর জয়ী তারকা করিম বেঞ্জামা। অন্যদিকে ইরান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসর ইরানের রাজধানী তেহরান এসেছে। যেখানে হাজার হাজার ভক্তের উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার। রোনাল্ডোর সৌদি ক্লাব আল নাসর ইরানের শীর্ষ ক্লাব পারসেপোলিসের বিরুদ্ধে খেলবে। মার্চে তেহরান ও রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্প্রতিষ্ঠার পর এটাই দুই দেশের মধ্যে প্রথম ম্যাচ। ২০১৬ সালের পর থেকে দুদেশের মধ্যে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮ বছর বয়সী রোনাল্ডোকে স্বাগত জানানোর জন্য বেশ কিছু উৎসুক সমর্থক অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। আল নাসর কোচ লুইস কাস্ত্রো সংবাদ সম্মেলনে বলেন, এটা সত্যিই দারুণ এক অনুভূতি।

আমরা সবাই মুহূর্তগুলো উপভোগ করেছি। অনেক ইরানিয়ান সমর্থক আল নাসরের জার্সি গায়ে এখানে উপস্থিত ছিল। যা আমাদের বিস্মিত করেছে। তেহরানে আল নাসর যে হোটেলে অবস্থান করবে সেখানেও অনেক সমর্থককেই প্রিয় তারকার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। রোনাল্ডো আসার সঙ্গে সঙ্গে তার নাম ধরে সবাই চিৎকার শুরু করেন। তাদের সবার হাতে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই সুপারস্টারের ছবি ছিল। যেখানে আরবি, ইংরেজি ও ফার্সি ভাষায় ‘স্বাগতম’ লেখা ছিল। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সৌদি আরবের জায়ান্টদের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত দাবি করেছেন পারসেপোলিসের কোচ ইয়াহিয়া গোলমোহাম্মাদি। 
যদিও ৯০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বিশাল আজাদী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিতে থাকছে না কোনো দর্শক। এশিয়ান ফুটবল ফেডারেশন দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের নির্দেশ দিয়েছে। ২০২১ সালে ভারতীয় দলের বিরুদ্ধে একটি ম্যাচের আগে অনলাইনে পারসেপোলিসের পক্ষ থেকে বিতর্কিত পোস্ট দেয়ার অপরাধে এএফসি তাদের এই শাস্তি দিয়েছে। দুদলের কোচই দর্শকদের অনুপস্থিতির বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। কাস্ত্রো বলেছেন, দর্শকশূন্য স্টেডিয়ামে ফুটবলের প্রকৃত স্বাদ পাওয়া যায় না। অন্যদিকে পারসেপোলিসের গোলমোহাম্মাদি বলেছেন, দারুণ এই ম্যাচটা দর্শকদের ছাড়া খেলতে হবে বিষয়টা খুবই দুঃখজনক।