ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ডিআরইউ ক্রীড়ায় পুরস্কার বিতরণ

প্রকাশিত: ২০:৩৮, ২৫ জুলাই ২০২৩

ডিআরইউ ক্রীড়ায় পুরস্কার বিতরণ

ডিআরইউ ক্রীড়ায় পুরস্কারপ্রাপ্তদের সঙ্গে আয়োজক, পৃষ্ঠপোষক ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৫ জুলাই) ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩-এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান ৫টি ক্রীড়ায় সাফল্য (টেবিল টেনিসের এককে দ্বৈতে, শুটিংয়ে আরচারিতে চ্যাম্পিয়ন এবং ২০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান) লাভ করেছেন এবারের আসরে।

এবারের ডিআরইউ ক্রীড়ায় রুমেলের সফলতা ৫টি খেলায় (সার্বিকভাবে ২৬টি পদক)এছাড়া ২০০৯ সালে জনকণ্ঠে যোগ দেয়া এবং ২০১২ সালে ডিআরইউর সদস্যপদ পাওয়া রুমেল এবারের প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট পেয়ে বর্ষসেরা ক্রীড়াবিদ প্রথম রানারআপ হয়েছেন। ২০২০ আসরে একই সাফল্যের পুনরাবৃত্তি করেছিলেন তিনি।

ডিআরইউ বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৩ নির্বাচিত হয়েছেন পুরুষ ক্যাটাগরিতে দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল এবং নারী বিভাগে যুগ্মভাবে বিটিভির সামসুন্নাহার বিনু ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা এবারই প্রথম বর্ষসেরা ক্রীড়াবিদদের ১০ হাজার টাকা করে প্রাইজমানি প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে শোক জানিয়ে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক  ইব্রাহিম চেঙ্গিস, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং বাংলাদেশ এ্যাথলেটিক্স জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাবেক সহ-সভাপতি সেলিম নজরুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক  মাহবুবুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিআরইউর অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি সেঁজুতি, প্রচার প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমাঈল হোসাইন রাসেল কিরণ শেখ উপস্থিত ছিলেন।

ডিআরউ স্পোর্টসে রুমেল খানের ২৬ পদক (২০১২-২০২৩) ২০১২ ২০১৩ সালে ক্রিকেটে জনকণ্ঠের হয়ে ম্যান অব দ্য ম্যাচ, ২০১৪ সালে টেবিল টেনিসে তৃতীয়, ম্যারাথনে রানারআপ, ২০১৬ সালে টেবিল টেনিস চ্যাম্পিয়ন, ম্যারাথনে তৃতীয়, ২০১৭ সালে টেবিল টেনিসে রানারআপ, গোলক নিক্ষেপে রানারআপ, ২০১৯ সালে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন, ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয়, ২০২০ সালে টেবিল টেনিসে চ্যাম্পিয়ন, ম্যারাথনে রানারআপ ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয়; ২০২১ সালে টেবিল টেনিস দ্বৈতে ম্যারাথনে রানারআপ, আরচারিতে তৃতীয় ২০২২ সালে আরচারিতে তৃতীয়, টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন দ্বৈতে রানার্সআপ, ম্যারাথনে তৃতীয়, শুটিংয়ে দ্বিতীয়; ২০২৩ সালে ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয়, শুটিং, আরচারি, টেবিল টেনিস একক টেবিল টেনিস দ্বৈতে চ্যাম্পিয়ন।

রুমেল খান

×