
বক্সার
বুধবার ভিয়েতনামে খেলতে গেলেন বাংলাদেশের এক নম্বর প্রফেশনাল বক্সার আব্দুল মোতালেব। সেদেশের হো চি মিন সিটির ডইঙ (ডব্লিউবিও) গ্লোবাল বক্সিং প্রতিযোগিতায় বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির ব্যানারে দেশকে প্রতিনিধিত্ব করবেন মোতালেব।
ভিয়েতনামের প্রথিতযশা গ্র্যান্ড হো রিসোর্টে হবে লড়াাইটি। আগামী ১৫ জুলাই স্বাগতিক দেশের ভ্যান হাইয়ের বিপক্ষে লড়বেন মোতালেব।
প্রচন্ড সাহস আর ব্যতিক্রমী বক্সিং দক্ষতা মোতালেবের প্রতিপক্ষকে ঘায়েল করে দেশের জন্য জয় ছিনিয়ে আনার ব্যাপারে আশাবাদী। কারণ প্রফেশনাল ক্যারিয়ারে ছয় ম্যাচের সবকটিতেই জিতেছেন ২৬ বছর বয়সী এই তরুণ বক্সার।
এছাড়া, বাংলাদেশের আরেক প্রতিভাবান বক্সার হাসান শিকদারও এই ইভেন্টে অংশ নিচ্ছেন। তার প্রতিপক্ষ ফিলিপাইনের মার্ক ইয়াপ।
রুমেল খান