ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রাহায়ণ ১৪৩১

কো. ফাইনালে জেবিয়ার ও সাবালেঙ্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৬, ৬ জুন ২০২৩

কো. ফাইনালে জেবিয়ার ও সাবালেঙ্কা

বেলারুশের এরিনা সাবালেঙ্কা

সাবালেঙ্কা-জেবিয়ারের জয়রথ ছুটছেই। টানা চার জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তারা। চতুর্থ রাউন্ডের ম্যাচে সোমবার এরিনা সাবালেঙ্কা ৭-৬ (৭/৫) এবং ৬-৪ ব্যবধানে পরাজিত করেন স্লোয়ানে স্টিফেন্সকে। শেষ ষোলোর আরেক ম্যাচে উনস জেবিয়ার তুলনামূলকভাবে সহজেই পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন স্টিফেন্সেরই স্বদেশী বার্নার্ডা পেরাকে। ম্যাচের ফলাফল ৬-৩ এবং ৬-১।
সময় এখন এরিনা সাবালেঙ্কার। অস্ট্রেলিয়ান ওপেনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন তিনি। পারফর্ম্যান্সের সেই ধারাবাহিকতা ধরে রাখলেন ফ্রেঞ্চ ওপেনেও। চতুর্থ রাউন্ডের ম্যাচে ইউএস ওপেনের সাবেক চ্যাম্পিয়ন স্লোয়ানে স্টিফেন্সকেও যে পরাজয়ের স্বাদ উপহার দিলেন তিনি। এর আগেই আমেরিকান তারকার বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিলেন বেলারুশ সুন্দরী। তবে সেই তিন ম্যাচের সবই অবশ্য মীমাংসা হয়েছিল তিন সেটের লড়াইয়ে। এবার রোঁলা গ্যারোঁয় সরাসরি সেটেই আমেরিকান তারকাকে হারিয়েছেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম এই টুর্নামেন্টের শেষ আটের টিকিট কাটলেন সাবালেঙ্কা। 
সেমিফাইনালে ওঠার পথে এরিনা সাবালেঙ্কার প্রতিপক্ষ এখন এলিনা সিতলিনা। কন্যা সন্তান জন্মদানের পর এটাই সিতলিনার প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে অংশগ্রহণ। যেখানে শুরু থেকেই দারুণ খেলে শেষ আটে জায়গা করে নিয়েছেন।

×